• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ঝরে পড়া ১২ শিশুকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০২৩

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

 উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের পুনরায় ‘বিদ্যালয়ে ভর্তিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসুচি হাতে নিয়েছে৷

 বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। এছাড়াও ঝরে পড়া শিশুদের মাঝে বই,ব্যাগ,জুতা ও বিভিন্ন শিক্ষা উপরণ সহ নগদ অর্থ বিতরণ করেন৷

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী  সভাপতিত্বে  ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,সহকারি কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, শালিখা থানা ওসি মোঃ মোশাররফ হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাষ্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ৷

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ বলেন, আজকে যে ১২টি বাচ্চাকে আমরা ফিরিয়ে আনলাম। এই ১২টি বাচ্চা যেন আবার ঝরে না পড়ে তা নিশ্চিত করতে হবে। এরপর আর যেন কেউ ঝরে না পড়ে তা খেয়াল রাখার প্রতি গুরুত্ব আরোপ করেণ। তিনি বলেন একেকটা বাচ্চা একেকটা সম্পদ। আরো ঝরে পড়া বাচ্চা থাকলে তাদেরও আমরা ফিরিয়ে আনব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads